ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় চুরি হওয়া ২৭ ভরি স্বর্ণ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ভোলায় চুরি হওয়া ২৭ ভরি স্বর্ণ উদ্ধার ২৭ ভরি স্বর্ণ উদ্ধার

ভোলা: ফেনীর দাগনভূঞা থেকে চুরি হওয়া ২৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার দৌলতপুর গ্রাম থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় চোর গিয়াস উদ্দিন পলাতক রয়েছেন।

তিনি চরফ্যাশন উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম বাঘার ছেলে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর এলাকায় প্রবাসী আবুল হোসেনের বাড়িতে আট বছর ধরে কাজ করে আসছিলেন গিয়াস। ১৫ ডিসেম্বর বিকেলে তিনি প্রবাসীর ঘর থেকে ২৭ ভরি স্বর্ণ চুরি করে তার গ্রামের বাড়ি দৌলতপুরে চলে যান।

বিষয়টি টের পেয়ে প্রবাসীর পরিবার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে গিয়াসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় গিয়াসের বাবা সেলিম ও মা শাহিনুরকে জিজ্ঞাসাবাদ করে ঘর থেকে চুরি হওয়া ২৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্বর্ণ উদ্ধারের পর গিয়াসের বাবা-মাকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত গিয়াসকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।