ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভিবাসী দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
অভিবাসী দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা অভিবাসী দিবসে র‌্যালি

বরিশাল: ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ চত্বর থেকে পজলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে একটি র‌্যারি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দ রোডে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বান্দ রোডের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহম্মেদ।

এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, আবুল কালামসহ উপস্থিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।