ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ঘোড় দৌড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
নওগাঁয় ঘোড় দৌড় ঘোড় দৌড়

নওগাঁ: হানাদার মুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিত‍ার আয়োজন করা হয়।

স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। মনোমুগ্ধকর এ প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে গ্যালারি।

ঘোড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ মো. আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সহকারী অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলে টানা বিকেলে ৩টা পর্যন্ত। ১৪টি দলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নুরুনবী, দ্বিতীয় হয়েছেন মোস্তাফা ও তৃতীয় হয়েছেন কামরুল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আবদুল বারী ও সাধারণ সম্পাদক এমএ রাসেল।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।