ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিনালি ইয়ালদিরিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিনালি ইয়ালদিরিম নিজ কার্যালয়ে ইয়ালদিরিমকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি-পিআইডি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ইয়ালদিরিম। টাইগার গেটে তাকে স্বাগত জানান শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এর পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা ও ইয়ালদিরিম।

একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করবী হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। পরে সেখানে যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী।

রাত ৮টায় তার তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন ইয়ালদিরিম।


দিনের শুরুতে মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তুরস্কের প্রধানমন্ত্রী। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।
 
সফরের শেষ দিন বুধবার (২০ ডিসেম্বর) সকালে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের কুতুপালং যাবেন তিনি। বেলা পৌনে ১২টার দিকে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

বেলা ২টার দিকে তুরস্কের একটি উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দর থেকেই দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে সোমবার (১৮ ডিসেম্বর)  রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশে পৌঁছান বিনালি ইয়ালদিরিম।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমইউএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।