ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ১৮৬ পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ইটনায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ১৮৬ পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল ১৮৬টি পরিবার।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকবিলা গ্রামে এ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনিরউদ্দীন মজুমদার, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১০ নম্বর এলাকার পরিচালক মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি পরিমল সাহা, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি উবায়দুর রহমান সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।