ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তুরস্কের প্রধানমন্ত্রী

কক্সবাজার: মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলে অভিহিত করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো ও নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইলদিরিম।

এদিন বেলা ১১টার দিকে ব্যক্তিগত প্লেনে করে কক্সবাজার পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী।

সেখান থেকে তিনি সরাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে।  

পরে সেখানে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ইলদিরিম। ক্যাম্প পরিদর্শনের সময় নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন তুরস্কের প্রধানমন্ত্রী।

এ সময় তুরস্কে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।