ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে সাধারণ জ্ঞান ও চিত্রাংকন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কাপ্তাইয়ে সাধারণ জ্ঞান ও চিত্রাংকন প্রতিযোগিতা কাপ্তাইয়ে সাধারণ জ্ঞান ও চিত্রাংকন প্রতিযোগিতা

রাঙামাটি: কাপ্তাইয়ে কুইজ, সাধারণ জ্ঞান, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে নৌ বাহিনী পরিবার কল্যাণ সংঘ এবং বিএন লেডিস ক্লাবের আয়োজনে নৌবাহিনী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ কাপ্তাই উপ-শাখার ডেপুটি চেয়ারম্যান ও বিএন লেডিস ক্লাবের কাপ্তাইয়ের চেয়ারম্যান বেগম কাজী রেহানা শারমিন।

কাপ্তাই নৌ-পরিবার কল্যাণ সংঘের অধ্যক্ষ সায়েদা বেগমের সভাপতিত্বে বিএন লেডিস ক্লাবের সদস্য এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বানৌপক সংঘের শিক্ষিকা শিরিন আক্তারের সঞ্চালনায় ফনিন্দ্র লাল ত্রিপুরার সংগীত পরিচালনায় নৌ পরিবার কল্যাণ সংঘের শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা এবং নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সহায়তা করেন ঝুলন দত্ত।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।