ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঙালি যা অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বাঙালি যা অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় 

ঢাকা: ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি বাঙালি জাতির জন্য গৌরবের। তার সেই কালজয়ী ভাষণ শুনেই বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ জাতি ভালো যা কিছু অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।  

তিনি বলেন, আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করতে চাই।

কারণ আমরা বিজয়ী জাতি।  

বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতা খুব সময় পেয়েছেন। এতো অল্প সময়ের মধ্যেও দেশকে একটা ফর্মে নিয়ে আসেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলতে পেরেছিলেন। এ অবস্থাতেও দেশকে মাত্র নয় মাসের মাথায় একটি সংবিধান উপহার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায় করেছেন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।