ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পত্নীতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
পত্নীতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত পত্নীতলার শিমুলতলী সীমান্ত

নওগাঁ: নওগাঁর পত্নীতলার শিমুলতলী সীমান্তে বিএসএফের গুলিতে এরশাদ আলী (৩০) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরশাদ পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান বাংলানিউজকে জানান, ভোর রাতে পত্নীতলার শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেনসিডিল ব্যবসায়ী ভারতে ঢুকার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে এরশাদ গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভাতশালা ক্যাম্পে নিয়ে যান ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বিকেলে নিহতের মরদেহ ফেরত দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।