ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গাঁজাসহ ৯ মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ঈশ্বরদীতে গাঁজাসহ ৯ মামলার আসামি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে ৫০ পুরিয়া গাঁজাসহ ৯ মাদক মামলার আসামি শহিদুল সরদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হারুন সরদারের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী-সার্কেল) জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দাশুড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন শহিদুল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দাশুড়িয়া বাজার এলাকা থেকে ৫০ পুরিয়া গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা রয়েছে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।