ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে হকারদের বিরুদ্ধে কঠোর পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
নারায়ণগঞ্জে হকারদের বিরুদ্ধে কঠোর পুলিশ হকারদের উচ্ছেদ করেছে পুলিশ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদের ধারাবাহিকতায় সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও (৫ জানুয়ারি) পণ্য নিয়ে বসতে পারেনি হকাররা। কয়েকজন ফুটপাতে দোকান বসালেও তাদের উচ্ছেদ করেছে পুলিশ। 

শহরের চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, কালিরবাজার, পুরাতন কোর্ট এলাকা, ডিআইটিসহ প্রায় সব স্থানেই পুলিশকে হকারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।  

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পরপরই শহরের চাষাঢ়ায় সমবায় মার্কেটের সামনে ও প্রেসিডেন্ট রোডের গলিতে দোকান সাজিয়ে বসেন হকাররা।

পরে বিকেলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। একই অবস্থা ডিআইটি সড়কেও।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, হকারদের ফুটপাতে বসার অনুমতি নেই। অনুমতি ছাড়া ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।