ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ

ঢাকা: রাজধানীতে ফানুস ওড়ানোর ফলে অগ্নিকাণ্ডসহ নিরাপত্তাজনিত বিভিন্ন হুমকির সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (০৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস ওড়িয়ে দিচ্ছেন।

 

এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তা জনিত হুমকির সৃষ্টি হচ্ছে।

মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এ অবস্থায় ডিএমপি এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।  

এতে আরও বলা হয়, এ নিষেধাজ্ঞার ব্যতয় ঘটলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।