ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অলিলা গ্লাসের ২ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ফরিদপুরে অলিলা গ্লাসের ২ কর্মকর্তা গ্রেফতার অভিযুক্ত মো. সাহাবুল হক (৩৫) ও মো. কামরুজ্জামান (৩৩)

ফরিদপুর: ফরিদপুর শহরের অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। 
শনিবার (৬ জানুয়ারি) সকালে শহরের আলিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের চুরি যাওয়া বিপুল পরিমাণ পণ্য-সামগ্রী উদ্ধারের পর তাদের গ্রেফতার করা হয়। 

অভিযুক্তরা হলেন- প্রতিষ্ঠানটির ডিপো ইনচার্জ মাদারীপুর জেলার চিরাইপাড়া গ্রামের মো. সাহাবুল হক (৩৫) এবং কোম্পানির রিজিওনাল ম্যানেজার চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামের মো. কামরুজ্জামান (৩৩)।  

ঘটনার বিবরণে জানা যায়, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের ফরিদপুর ডিপো থেকে দীর্ঘদিন ধরে ডিপোর দুই কর্মকর্তা অসৎ উপায়ে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

এতে বছর শেষে ফরিদপুরে প্রতিষ্ঠানটির বিপুল আর্থিক লোকসান হয়।  

এক পর্যায়ে কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় কোম্পানির ডেপুটি ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) এ কে এম ফকরুল ইসলাম ৫ জানুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়। আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসা থেকে বিপুল পরিমাণ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।