ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণাঞ্চলের ৬ রুটে ৫ দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দক্ষিণাঞ্চলের ৬ রুটে ৫ দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ বাস চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল ও ঝালকাঠি মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে পাঁচ দিন ধরে বরিশাল থেকে সরাসরি ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এখন পর্যন্ত সমাধানে কোনো অগ্রগতি না হওয়ার পেছনে একে অপরকে দুষছেন। তবে ভোগান্তির বিষয়টি দ্রুত সমাধান চান যাত্রীরা।

 

গত বুধবার (৩ জানুয়ারি) দ্বিতীয় দফায় বরিশাল মিনিবাস মালিক সমিতির বাস ঝালকাঠি জেলার আওতাধীন সড়কে প্রবেশ করতে বাধা দেয় বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা।  

তবে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশাল নগরের শেষপ্রান্তে ঝালকাঠি জেলার আওতাধীন রায়াপুর নামকস্থান থেকে নিয়মিত বাস চলাচল করেছে।

এতে করে নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বিকল্প পরিবহনে ৩ কিলোমিটার দূরে গিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হচ্ছে যাত্রীদের।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ওই ছয় রুটে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোনো বাস চলতে দেওয়া হচ্ছে না। কিন্তু বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ৮ কিলোমিটার রাস্তা রয়েছে।

তিনি আরও বলেন, ওই ৮ কিলোমিটার সড়ক বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতি ব্যবহার করলেও ঝালকাঠি মালিক সমিতির কোনো বাস চলতে না দেওয়ায় সেখানকার ন্যায্য হিস্যা’র দাবি তোলেন তারা। আর দাবি আদায়ের আল্টিমেটাম অনুযায়ী তারা গত বছরের ১৮ ডিসেম্বর বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চালানো বন্ধ করে দেন। এতে করে বরিশালের কোনো বাস ঝালকাঠি থেকে ঝালকাঠি হয়ে অন্য কোথাও যেতে পারেনি।

পরবর্তীতে দুইদিন পরে ২০ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভার মাধ্যমে এ বিষয়ে সমাধানের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বাস চলাচল স্বাভাবিক করা হয়।

কিন্তু ওই দিনের সিদ্ধান্তের মধ্যে চলতি বছরের ২ জানুয়ারি বরিশাল সার্কিট হাউজে বিভাগের ৬ জেলার বাস মালিক সমিতির বসার কথা থাকলেও বরিশাল রুপাতলীস্থ বাস-মিনিবাস মালিক সমিতির কেউ সেখানে সেদিন আসেনি। তাই বাধ্য হয়েই পরের দিন বুধবার (৩ জানুয়ারি) থেকে দ্বিতীয় দফায় তারা বরিশাল মালিক সমিতির কোনো বাস ঝালকাঠিতে ঢুকতে দেয়নি এবং ঝালকাঠির কোনো বাস বরিশালে আসতে দেননি।

তবে যাত্রীদের ভোগান্তি লাঘবে পূর্বের মতো ঝালকাঠি জেলার রায়াপুর থেকে বাস পরিচালনা করছেন।  

এদিকে, দীর্ঘ ৫ দিন অতিবাহিত হলেও বরিশালের পক্ষ থেকে কোনো সমাধানের সিদ্ধান্ত না নেওয়ায় তারাও চুপচাপ রয়েছে বলে জানান ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা।

বরিশাল মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে বসতে চাইলো ঝালকাঠি বাস মালিক সমিতি কোনো ভ্রুক্ষেপ করছে না বলে দাবি করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।  

তিনি জানান, ওই রুটগুলোতে তাদের মালিকানাধীন ২৭টি বাস এখন অন্যত্র চালানো ছাড়া কোনো পথ দেখছেন না তারা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।