ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুর থেকে বাসার কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
মিরপুর থেকে বাসার কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরে ফরিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ভোরে ওই বাসার সামনে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক মিরপুরের মধ্যে মণিপুর এলাকার হাউজ ৬০৪ নম্বর বাসার কেয়ারটেকারের চাকরি করতেন ফরিদ।

ওসি নজরুল ইসলাম আরো জানান, ওই বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন রাতে সবকিছু তালা দিয়ে ফরিদ ঘুমিয়ে পড়েন। কিন্তু তার মরদেহ বাইরে কিভাবে গেলো। ওই বাড়ির কেয়ারটেকার কিভাবে নিহত হলেন তা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।