ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক আটক প্রতারক চক্রের ২ সদস্য

ঢাকা: অভিনব কায়দায় বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর ও প্রতারণার দায়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আটকররা হলেন- তানভীর আহম্মেদ ওরফে জুয়েল ওরফে পিয়াস খান ওরফে জসিম (৩৩) ও নাজমুল হাসান সুমন ওরফে মাজহারুল (৩২)।  

শনিবার (২৭ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোল্যা নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকরা বিদেশে ভাল বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জানুয়ারি) দক্ষিণখানের তালতলা নদ্দাপাড়ার মসজিদ রোড ও খিলক্ষেতের তালেরটেক থেকে তাদের আটক করা হয়।  

আটককালে তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৮টি সিম, নগদ ২ হাজার ৫শ’ মার্কিন ডলার, ১টি রাবার স্ট্যাম্প, ১টি রেজিস্টার, ৪টি পাসপোর্ট, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের চেকবই জব্দ করা হয়।  

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এসএসপি মোল্যা নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এসজেএ/এএটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।