ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারকে আরো কঠিন হতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
কোচিং বাণিজ্য বন্ধ করতে সরকারকে আরো কঠিন হতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে। তবে কোনো ধরনের কার্যকারিতা দেখা যাচ্ছে না। এটি বন্ধ করতে সরকারকে আরো কঠিন হতে হবে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর শিশু মেধাবৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিয়াজুল হক বলেন, শিশু শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে।

এ পরীক্ষা ওই পরীক্ষা করে পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। কিন্তু তাদের মানুষের মতো মানুষ করে তোলার কোনো চিন্তা নেই।

তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করতে বিভিন্ন পর্যায় থেকে কাজ হচ্ছে। মানবাধিকার নিশ্চিত করতে আইনি সহায়তাসহ সব বিষয়েই বিনামূল্যে সেবা দিচ্ছে সরকার। কেউ যেন এ কাজে কাউকে টাকা না দেয়।

অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন্নাহান ওসমানী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়ামীন চৌধুরী, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের অধ্যক্ষ মো. মকবুল আহমেদ, কসবার ইমাম প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও উপজেলা কৌটা মিলিয়ে দু’শতাধিক শিশুকে এককালীন বৃত্তি দেয়া হয়। বৃত্তি পরীক্ষায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিবছরই এ পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এদিকে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠে মেধা বৃত্তি ও মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।