ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে জুয়া খেলার দায়ে ৪ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
সুন্দরগঞ্জে জুয়া খেলার দায়ে ৪ জনের কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার দায়ে চারজনকে  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া তাদের ২০ দিন করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার আয়নাল হক (৪৫), মামুন মিয়া (৩৫), রঞ্জু মিয়া (২৭), আরিফুল ইসলাম (২৫)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, দুপরে সুন্দরগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পাশে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।