ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাসুদের বুদ্ধিমত্তায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
মাসুদের বুদ্ধিমত্তায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলের কালিহাতীর চরভাবলা এলাকার ছয় নম্বর ব্রিজের সামনের রেললাইনে উঠে যায় একটি ট্রাক। এসময় চালক ট্রাকেই ছিলেন।

এদিকে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিও কাছাকাছি চলে আসে। ক্ষণিকের মধ্যেই ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যেতে পারতো ট্রাকটি।

রক্ষা হতো না চালকেরও। ঠিক এমন সময় বঙ্গবন্ধু সেতুতে কর্মরত পেট্রোল ম্যান খন্দকার মাসুদ পরনের জামা খুলে ট্রেনচালকের দৃষ্টি আর্কষণ করলে ট্রেনটি থামানো হয়। এতে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রাকচালক।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপ‍ূর্ব মহাসড়কে এ ঘটনা ঘটে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমপেট্রোল ম্যান মাসুদ বাংলানিউজকে বলেন, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এসময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি একই রেললাইন দিয়ে আসছিল। এটা দেখে তিনি গাড়ি থেকে নেমে পরনের জামা খুলে ট্রেনচালকের দৃষ্টি আকর্ষণ করলে ট্রেন থেমে যায়। পরে আধা ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করে সরিয়ে নিলে পুনরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে ছেড়ে যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।