ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৬ কেজি স্বণর্সহ ভারতীয় নাগরিক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
শাহজালালে ৬ কেজি স্বণর্সহ ভারতীয় নাগরিক আটক জব্দ করা সোনা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বণর্সহ ভারতীয় নাগরিক সৌমিক দত্তকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। 

সোমবার (২৯ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী।  

তিনি বাংলানিউজকে জানান, সৌমিক রোববার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন।

এরপর গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে এনে কমপ্রেসারের ভেতরে লুকানো ৬ কেজি স্বণের্র দানা জব্দ করা হয়।  

অথেলো চৌধুরী আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।  এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসজে/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।