ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজ‍ুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজ‍ুরের মৃত্যু

জয়পুরহাট: জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের আমদই ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম জেলার পাঁচবিবি উপজেলার কাশরা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় গ্রামবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে হাঁটুভাঙা গ্রামের একটি মাঠে বোরো ধানের চারা রোপণ করছিলেন রফিকুল। এ সময় তিনি পানি সেচের গভীর নলকূপের বিছানো তারে অসতর্কতায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনুর আলম সাবু ও হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।