ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’র খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন’র খসড়া অনুমোদন

ঢাকা: ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে করেন।


 
দক্ষতা উন্নয়নের জন্য জড়িত ২২টি মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বয় করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংস্থা করার প্রস্তাবিত করা হয়েছে।
 
পরীক্ষা-নিরীক্ষা করে ফের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।   
 
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।