ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতাকে মারধর মামলায় মিরুর জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ছাত্রলীগ নেতাকে মারধর মামলায় মিরুর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ: ছাত্রলীগ নেতাকে মারধর করে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক বেগম ফাহমিদা কাদের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আগামী ১০ এপ্রিল একই আদালতে মামলাটির চার্জশিট গঠনের শুনানির জন্য দিন ধার্য্য করেছেন বিচারক।

মামলার নথি সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর এলাকার একটি রাস্তা সংস্কার নিয়ে তৎকালীন মেয়র হালিমুল হক মিরুর লোকজনের সঙ্গে শাহজাদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদের বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি বিজয়কে তুলে নিয়ে মেয়র তার দুই ভাই ও সমর্থকরা মারধর করে হাত-পা ভেঙে দেয়।

এ ঘটনায় বিজয়ের চাচা এরশাদ আলী বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু, তার ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হালিমুল হক মিরু প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।