ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্রিকেট থেকে ৮ বছরে আয় ১২০৭ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ক্রিকেট থেকে ৮ বছরে আয় ১২০৭ কোটি টাকা

সংসদ ভবন থেকে: আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিগত ৮ বছরে ১ হাজার ২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ২২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এ তথ্য জানান।
 
সরকারদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, বিসিবি ২০০৯-১০ অর্থবছরে ১০৪ কোটি ৩ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩৯ কোটি ৪৮ হাজার, ২০১১-১২ অর্থবছরে ১২৯ কোটি ৮২ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ১০১ কোটি ১ লাখ, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৬ কোটি ৮২ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৫ কোটি ২২ লাখ এবং সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১৮১ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে।

 

তিনি বলেন, বিসিবিকে সরকার কোনো অর্থ দেয় না। সব কাজ তারা নিজস্ব অর্থায়নে নির্বাহ করে।
 
বিরোধীদলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রতিবছর ক্রীড়া সামগ্রী কিনতে ৮ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার ও ৬৪ জেলা ক্রীড়া সংস্থাকে ১ লাখ টাকা করে দেওয়া হয়। চলতি অর্থবছরে ৪৯০টি উপজেলা ক্রীড়া সংস্থাকেও ১ লাখ টাকা করে দেওয়া হচ্ছে।
 
৮০৯টি পুকুর সরকারি খননের উদ্যোগ

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।