ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ কোটি টাকা আত্মসাৎ: সেই সেতাফুল রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
৫ কোটি টাকা আত্মসাৎ: সেই সেতাফুল রিমান্ডে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় পিরোজপুর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস ছালাম খান তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ তাকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে।

 

সেতাফুল আগে কিশোরগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন। কিশোরগঞ্জ কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।  

আদালত সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে সেতাফুল ইসলামের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধি ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা (নম্বর-৩১) মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি দল। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদক জানায়, সম্প্রতি জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের পাঁচ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান মো. সেতাফুল ইসলাম। পরে দুইদিনে তিনি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে প্রায় পাঁচ কোটি টাকা তুলে বস্তায় ভরে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।