ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন: রেডক্রসের সঙ্গে কথা বলেনি নেপিদো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসন: রেডক্রসের সঙ্গে কথা বলেনি নেপিদো সংবাদ সম্মেলনে আইসিআরসির হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানোভ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সাহায্যের বিষয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) সঙ্গে মিয়ানমার এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি।
 
 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনানীতে আইসিআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সংস্থাটির বাংলাদেশে দায়িত্বরত হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানোভ।

প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা অনুযায়ী এক্ষেত্রে সহযোগিতার জন্য আইসিআরসির সঙ্গে যোগাযোগ করার কথা নেপিদোর।

 

কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সাড়া না পাওয়ার বিষয়টি তুলে ধরে ইখতিয়ার আসলানোভ বলেন, রোহিঙ্গাদের ফেরাতে যে বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন, সেটা মিয়ানমারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য লাগবে।  

রোহিঙ্গাদের প্রয়োজনীয় মানবিক সাহায্য এবং এ সংকটের সমাধানের উপায় বের করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর একত্রে কাজ করার ওপর তাগিদ দেন আইসিআরসি’র হেড অব ডেলিগেশন।  
 
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে সেখান থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। সবমিলিয়ে সীমান্তজেলা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।