ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১২০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বরিশালে ১২০ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ১২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা এ অভিযান চালায়।

কন্টিনজেন্ট কমান্ডার (ইআরএ-২) এমএন আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি ট্রলার থেকে ১২০ মণ জাটকা জব্দ করা হয় জাটকাগুলো ভোলা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছিল।

এরআগে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে জাটকাগুলো মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশালের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।