ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেশনজট নিয়ে সরকারের বক্তব্য ঠিক নয় 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
সেশনজট নিয়ে সরকারের বক্তব্য ঠিক নয়  চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: শওকত মাহমুদ শাহিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৮ বছর পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় কথা হয় তার সঙ্গে। 

তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আমরা আন্দোলন করছি। সরকার বলছে দেশে কোনো সেশন জট নেই।

কিন্তু আমি বলতে চাই, সরকার যা বলেছে তা ঠিক নয়।  

ব্যানারে হিসাব দেখিয়ে তিনি বলেন, ২০০৮ সাল থেকে প্রতি বছর ২ বছর করে সেশন জট চলছে।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আন্দোলনকারীদের নেতা সঞ্জয় দাস বলেন, গত ২৭ জানুয়ারি থেকে সারাদেশে মানববন্ধন করছি। কেন্দ্রীয় কমিটি দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিসহ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচ দিন অবস্থান কর্মসূচি শেষে ১ ফেব্রুয়ারি থেকে গণঅনশন কর্মসূচি পালন করছি।

তিনি বলেন, ইতোমধ্যে জমির উদ্দিন (জাতীয় বিশ্ববিদ্যালয়) রেদওয়ান হক তুষার (রাজশাহী সরকারি কলেজ), সৈকত হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) গুরুতর অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা শেষে ফের অনশনে অংশ নিচ্ছেন।

সঞ্জয় বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে।
অনশনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- ইমতিয়াজ হোসেন, হারুন অর রশীদ, এমএ আলী, জহির, শফিক, আনিস, শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।