পৃথিবীর বিভিন্ন দেশে চালু থাকা এ ব্যবস্থা পরীক্ষা করে দেখার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
শফিউল আলম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাধারণ একটা অনুরোধ, পরীক্ষা করে দেখার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে।
‘ভিআইপিরা ডান দিকে যান, উল্টো দিক দিয়ে যান, নানা রকম ঝামেলা হয়। বা ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে, প্রয়োজন হয়। ’
মন্ত্রিপিরষদ সচিব বলেন, অনেক দেশে ভিআইপিদের জন্য আলাদা লেন রয়েছে। আমাদের দেশেও সেটা করা যায় কিনা, এটা পরীক্ষা করে দেখবে।
এই লেনে কারা চলাচল করবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ করে ইমার্জেন্সি…, ভিআইপি অর্থে বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো অ্যাম্বুলেন্সের লোকটা যে মারা যাচ্ছে তার জন্য, ফায়ার সার্ভিস অ্যাক্সেস পায় না তাদের জন্য। পুলিশেরও দরকার হয় অনেক সময়। এগুলোর জন্য দরকার।
কৃষি উন্নয়ন করপোরেশন আইনের খসড়ায় অনুমোদন
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এমআইএইচ/এএ