শনিবার (৩ নভেম্বর) সকালে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসবের সূচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নন্দপাল মহাস্থবির এ কথা বলেন।
ভাবনা কেন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি মধুমঙ্গল চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অজলচুগ বৌদ্ধ বিহারের অধ্যক্ষসত্যমতি ভিক্ষু এবং দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় গুরু প্রয়াত বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল আরও বলেন, আন্দোলনের নামে স্বাধীনতার নামে আঞ্চলিক দলের অপ-রাজনীতি ও অন্তর্ঘাত পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। যে কোনো জাতির মেধাবী সন্তানরা যদি অকালে প্রাণ হারায়, সেই দেশ ও জাতির জন্য শূন্যতা তৈরি হয়। কারণ তারাই জাতিকে দেওয়ার ক্ষমতা রাখে।
তিনি আঞ্চলিক দলের নীতি-নির্ধারকদের সময় থাকতে পাহাড়িদের ভবিষ্যৎ চিন্তা করে নমনীয়-সহনশীল এবং সত্যের মুখোমুখি হওয়ার অনুরোধ জানান।
হাজারো দায়ক-দায়িকার উপস্থিতিতে অনুষ্ঠিত এই ভাবনা কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আয়োজিত কঠিন চীবর দানোৎসবে বিহার উন্নয়ন এবং পরিবহন খাতের জন্য অর্থসহায়তা প্রদান করেন আগতরা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৮
এডি/এইচএ/