ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের রেললাইন এলাকায় গাছে উঠে মাইক বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদু (১৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদু শহরের বাঁশবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

তিনি উজালা মাইক সেন্টারের ডেকোরেশন শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইনের ধারে ছোট আকারে জলসা করার উদ্দেশ্যে মাইক ভাড়া করা হয়। ওই মাইক নিয়ে ডেকোরেশন শ্রমিক ইদু গাছে উঠেন। এসময় গাছে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে টিনের চালায় ও পরে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।