ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে হাত-পা বাঁধা অবস্থায় তরুণী উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
পটুয়াখালীতে হাত-পা বাঁধা অবস্থায় তরুণী উদ্ধার

পটুয়াখালী: হাত-পায়ে, মুখে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় মোনালিসা তানিয়া (২৬) নামে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মুসলিমপাড়া সড়কের নিজ বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব মিস্ত্রি বাংলানিউজকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই তরুণীর বাসায় যায় পুলিশ।

পরে তার বাড়ির বাইরের টেনশেডের সীমানার গেট তালাবদ্ধ পায়। তালা ভেঙে সীমানার ভেতরে গেলেও টিনশেড বসতঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়।

সব ধরনের প্রতিবন্ধকতা ভেঙে ঘরে প্রবেশ করার পর চৌকির ওপর হাত-পা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় তরুণীকে পাওয়া যায়। এ সময় অন্য কাউকে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তিনি ওই ঘরে একাই বসবাস করতেন বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

দুপুরে তরুণীর বিষয়ে কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জেএইচ খান লেনিন বাংলানিউজকে জানান, তরুণী শঙ্কামুক্ত রয়েছেন। তবে তাকে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য স্বেচ্ছায় বরিশাল নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।