শনিবার (৩ নভেম্বর) রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব সুভাষ রায়, সদস্য আব্দুস ছাত্তার বকুল, সবুজ হাসান সাগর, সুজন বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরে শ্রম আদালত না থাকায় শ্রম আইন লঙ্ঘিত হলেও শ্রমিকরা বিচারের আশায় আদালতের দ্বারস্থ হতে পারছে না। সম্প্রতি রংপুর, বরিশাল ও সিলেটে শ্রম আদালত স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অথচ তা কার্যকর হয়নি। শ্রম সংক্রান্ত মামলা নিষ্পত্তি ও হয়রানি বন্ধ করতে এ আদালতের কার্যক্রম শুরু করা জরুরি। একই সঙ্গে গরিব শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুরে একটি শ্রমিক হাসপাতাল নির্মাণ করা দরকার।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
এপি/এমজেএফ