রোববার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের নিচতলায় শোকেসিং অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এর আওতাধীন বিভিন্ন দফতর, জাতীয় সঞ্চয় অধিদফতরের উদ্ভাবনী উদ্যোগের শোকেসিং করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে এনবিআরের কমিশনার কানন কুমার রায় বাংলানিউজকে বলেন, বর্তমান সরকার ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যে এনবিআর ও তার নিয়ন্ত্রাণাধীন অধিদফতরগুলো যেসব উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে সেগুলোর বিস্তারিত তুলে ধরা হবে। যাতে সাধারণ মানুষের মধ্যে এনবিআর সম্পর্কে সব ধরনের সঠিক ধারণা রাখেন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএফআই/এমজেএফ