ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ নভেম্বর) সকালে কলাপাড় পৌরশহরের নাচনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের মো. আজাহার খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাচনাপাড়া এলাকার কালামের গ্যারেজে শনিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সোহাগ তার অটোরিকশাটি চার্জ দিয়ে রেখে যায়। রোববার সকালে সেটি নিতে গেলে মাটিতে পড়ে থাকা ত্রুটিযুক্ত বৈদ্যুতিক তারে পা পড়তেই বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক সোহাগকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কলাপাড়া হাসপতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জে এইচ খান লেলিন বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার পথেই সোহাগের মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

বাংলা‌দেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ন‌ভেম্বর ০৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।