ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইওআরএ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
আইওআরএ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ঢাকা: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী ২০২১-২৩ মেয়াদে বাংলাদেশ এই সংস্থার চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে।

এছাড়া ২০১৯-২১ মেয়াদে আইওআরএ’তে বাংলাদেশ ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে।  

রোববার (০৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, দক্ষিণ আফ্রিকার ডারবানে গত ২ নভেম্বর  আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের  বৈঠক অনুষ্ঠিত হয়।  এছাড়া সেখানে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সিনিয়ার অফিসিয়াল পর্যায়ের বৈঠক হয়।  এসব বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।  

বৈঠকে ২০২১-২৩ মেয়াদে বাংলাদেশ এই সংস্থার চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ২০১৯-২১ মেয়াদে আইওআরএ-এর ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।