ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ১০ জলদস্যু আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ১০ জলদস্যু আটক আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার শহরের নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১০ জন জলদস্যুকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (৫  নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটকদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল শহরের নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালায়। এ সময় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে আটক করা হয়।   জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়েই আরো পাঁচটি অস্ত্র পানিতে ফেলে দেওয়া হয় বলে তিনি জানান।

আটকদের র‌্যাব কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।