মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করেন।
জানা যায়, দেশের ওষুধ শিল্প খাতে বর্তমানে প্রায় ৯ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন হচ্ছে।
প্রতিষ্ঠানটির বাস্তবায়ন মেয়াদ জানুয়ারি ২০১৮ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২১৬ একর জমির ওপর নির্মিত প্রকল্পটিতে মোট প্লট থাকবে ৪২টি। সরকারের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে ইটিপি স্থাপন, প্লট স্থাপনের পর আনুষাঙ্গিক কাজ করা হবে।
জেলা প্রশাসক সায়লা ফারজানার সঞ্চালনায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি জেলা প্রশাসকের সভা কক্ষে উপস্থিত থাকা বিভিন্ন শ্রেণীপেশার লোকদের মধ্যে মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধা, উপকারভোগী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ১৫ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- সালাউদ্দিন মাহমুদ অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়, এ কে এম রশিদুল ইসলাম যুগ্ম সচিব শিল্প মন্ত্রণালয়, মো. আব্দুল মান্নান যুগ্ম সচিব পরিচালক প্রকল্প বিসিক ঢাকা।
আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা আওয়ীমী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন আহামেদ, মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, তিন আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার জায়েদুল আলম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
আরএ