মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সদস্যরা।
এসময় আটক সোহেলের কাছ থেকে মোবাইল, ফেসবুক আইডি ও গ্রুপসমূহসহ ল্যাপটপ জব্দ করা হয়।
ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে এক অফিসে নিয়ে যায় সোহেল। এরপর জোর করে সে মোবাইলে ওই তরুণীর নোংরা ছবি ও ভিডিও ধারণ করে। এসব ছবি ও ভিডিও দিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেইল করতে থাকে সোহেল। পরবর্তীতে তরুণীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয় ওই যুবক।
আটক সোহেল কাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি নাজমুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
পিএম/ওএইচ/