ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াগাতিতে দিনে-দুপুরে ৪ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
নড়াগাতিতে দিনে-দুপুরে ৪ লাখ টাকা ছিনতাই

নড়াইল: নড়াইলের নড়াগাতি উপজেলায় দিনে-দুপুরে ব্র্যাক অফিসের লোন আদায়ের ৪ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।  

নড়াগাতি থানার কলাবাড়িয়া বাজার ব্র্যাক অফিসের ম্যানেজার শেখ রেজাউল ইসলাম জানান, তিনি ও ব্র্যাক অফিসের মাঠকর্মী মো. শরিফুল ইসলাম নড়াগাতি থানার বর্ণাল-মাথাভাঙ্গা এলাকায় লোনের টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে কলবাড়িয়া শাখায় ফিরছিলেন।

পথে কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে পৌঁছালে দেশীয় অস্ত্রসহ চার/পাঁচ জন তাদের মোটরসাইকেল থামিয়ে মারধর করে কালেকশনের ৪ লক্ষাধিক টাকা ও ব্যবহৃত ২টি মোবাইল ফোন নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বর্ণাল পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিকেলে বলেন, ব্র্যাকের দুই কর্মকর্তা অভিযোগ করার জন্য থানায় এসেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।   

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।