ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লক্ষ্মীপুর: ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১২টায় ফেরি কনকচাঁপা লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে যেতে পারেনি। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল কিরম রাজু বলেন, নির্ধারিত সময় রাত ১২টায় নয়টি ট্রাকসহ ১৫টি যানবাহন নিয়ে কনকচাঁপা ভোলায় যেতে প্রস্তুতি নেয়। কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাত ২টায় বাস নিয়ে ফেরি কলমিলতা ছাড়া কথা থাকলেও ঘন কুয়াশা অব্যাহত থাকলে ফেরি চলাচল বন্ধ থাকবে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।