ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় ডেকে নিয়ে কলেজছাত্রকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পাবনায় ডেকে নিয়ে কলেজছাত্রকে খুন

পাবনা: পাবনায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আহমেদ মিশকাত মিশু (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। 

মিশু পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।

নিহত মিশুর বাবা গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইল ফোনে কল দিয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভেতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশকাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথেই মারা যায় মিশু।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জীম (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।  

নিহতের মাথা ও পিঠে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।  তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।