ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে বিএনটি নামে একটি বৈদ্যুতিক পোল কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাহেরুল সদর উপজেলার টুনিরহাট বন্দরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাজের সময় কারখানার অভ্যন্তরিণ বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তাহেরুল। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রমিক সাদেকুল ইসলাম অভিযোগ করে বাংলানিউজকে বলেন, এ কারখানায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য কারখানার নিজস্ব কোনো বাহনও নেই।  

কারখানার ম্যানেজার তৌফিক হাসান বলেন, শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।