বুধবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের করেরগাও ও কলাকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৬ নভেম্বর) রাতে একই থানাধীন আব্দুল্লাহপুর ফেরিঘাট এলাকায় একটি রিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
নিহতের চাচাতো ভাই বারেক মাতবর বাংলানিউজকে বলেন, কলাকান্দী এলাকার মজিবর ও করেরগাও এলাকার আশকর মেম্বারের সঙ্গে ঝামেলা নিয়ে বসা হয়েছিলো। আশকর মেম্বারের লোকজন অতর্কিতভাবে হামলা শুরু করে। তাদের লোকজনের ইটের আঘাতে আমার ভাই মারা গেছে। আমরা এ হত্যার বিচার চাই।
তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া বাংলানিউজকে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বাংলানিউজকে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়াও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এনটি