ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকা: তিনদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

শনিবার (১০ নভেম্বর) ইউএই’র উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সেনাপ্রধান। সফর শেষে তিনি ১৪ নভেম্বর (বুধবার) দেশে ফিরবেন।

সফরকালে তিনি ইউএই’র সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও সেনাপ্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন।

জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাপ্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সফরে যাচ্ছেন।

সেনাপ্রধানের এ সফরের মধ্য দিয়ে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষীক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।