ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে ৫ জেএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
ভূঞাপুরে ৫ জেএসসি পরীক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নিকরাইল কেন্দ্রের দুইটি কেন্দ্র থেকে ওই ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিষ্কৃত তিনজনের দুইজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আরেকজন কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়া নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বহিষ্কৃত দুইজন টাঙ্গাইল সদর এলাকার মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বাংলানিউজকে জানান, ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালে ওই ৫ পরীক্ষার্থীর কাছ থেকে নকল পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।