ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাশরাফি আমাদের গাছতলা থেকে ঘরে নিয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মাশরাফি আমাদের গাছতলা থেকে ঘরে নিয়েছেন

নড়াইল: নড়াইল জেলায় প্রায় দুই শতাধিক মাইক্রোবাস ও প্রাইভেট কার চালক রয়েছেন। কিন্তু এতোদিন তাদের বিশ্রামের জন্য কোনো নির্দিষ্ট ঘর ছিল না। ফলে ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে গাছতলাতে বিশ্রাম নিতে হতো। তবে সম্প্রতি বিষয়টি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সফল দলপতি মাশরাফি বিন মর্তুজার নজরে আনেন মাইক্রোবাস-প্রাইভেটকার চালকসহ সংশ্লিষ্টরা।

নড়াইল জেলা রেন্ট-এ-কার মাইক্রো চালক মো. আব্দুল্লাহ বলেন, আমরা চালকরা গাড়ি টার্মিনালে রাখার পর আমাদের কোনো বসার জায়গা ছিলো না। বিষয়টি মাশরাফিকে জানানো হলে আমাদের ঘর তৈরির জন্য টাকা দেন।

তিনি আমাদের গাছতলা থেকে ঘরে নিয়েছেন।

আব্দুল্লাহ বলেন, নড়াইল জেলা রেন্ট-এ-কারে মোট দুই শতাধিক মাইক্রো-প্রাইভেট কার চালক-হেলপার আছে। দীর্ঘদিন চেষ্টা করেও আমরা নিজেদের বিশ্রাম নেওয়ার মতো একটি ঘর তৈরি করতে পারিনি। ৩০ বছরেরও বেশি সময় আমরা রাস্তার পাশে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছি। দীর্ঘদিন এভাবে থাকার পর আমরা বিষয়টি মাশরাফিকে জানাই। তিনি আমাদের ঘর নির্মাণ করার জন্য টাকা দেন। সেই টাকা দিয়ে টার্মিনালে ড্রাইভারদের বিশ্রাম নেওয়ার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এখন আমাদের রাস্তার পাশে গাছের নিচে বসা লাগে না। কাজ শেষে টার্মিনালে গাড়ি পার্কিং করে মাশরাফির উপহার দেওয়া ঘরে বিশ্রাম নিতে পারি।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেটের সফল দলপতি মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বাংলানিউজকে বলেন, মাশরাফি সব সময় চেষ্টা করে মানুষকে উপকার করার। সবাই তার জন্য দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।