বাংলাদেশের যেকোন নাগরিক মানবিক কোনো ঘটনা, বীরত্বগাথা, কোনো প্রতিষ্ঠানের অসাধারণ উন্নয়নকাজ, জীবন বদলে দেওয়া কোনো প্রযুক্তির উদ্ভাবন, কল্যাণকামী উদ্যোগসহ বাংলাদেশ সংশ্লিষ্ট যেকোন বিষয়ে এক মিনিটের ভিডিও আপলোড করে অংশ নিতে পারেন ক্যাম্পেইনটিতে।
রোববার (১১ নভেম্বর) দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিদিন পাঠানো ভিডিও থেকে নির্বাচিত নির্মাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন (৬ষ্ঠ-১০ম দিন) মো. সানজিদুল আলম সিবান, সালমান আজিজ, মো, আবদুল আজিম ও আব্দুল্লাহ আল মাহফুজ। তাদের হাতে পুরস্কার তুলে দেন ক্যাম্পেইনের আয়োজক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মার্কেটিং বিভাগের প্রধান জেসমিন জামান। এসময় উপস্থিত ছিলেন টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। এছাড়া ১১ জনকে কুইজের পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেসমিন জামান বলেন, বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের সামনে ভালো কন্টেন্ট আসে না। কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশ কতটা সুন্দর। কিন্তু ইউটিউবে আমরা দেখি সব নেগেটিভ কন্টেন্টে ভরা। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অন্য এক বাংলাদেশকে তুলে ধরতে চাই।
আয়োজকরা জানান, ক্যাম্পেইনটিতে প্রথম পুরস্কার হিসেবে প্রতিদিন একটি আইফোন এবং দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীকে দেওয়া হচ্ছে বিশেষ ডিরেক্টরস জ্যাকেট। ক্যাম্পেইনটির ওয়েবসাইটে নভেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত আপলোড করা যাবে ভিডিও। ২০ দিনের সেরা ৬০ ভিডিও থেকে বিচারকরা সেরা ১০ ভিডিও নির্বাচন করবেন। চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত সেরা ১০ জন ভিডিও নির্মাতা পাবেন একটি করে ল্যাপটপ। একইসঙ্গে সেরা তিন নির্মাতা প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা। সেরা ১০ নির্মাতা কাজ করার সুযোগ পাবেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে নির্বাচিত ভিডিওগুলো ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাবলিশ করা হবে।
এছাড়া প্রতিদিন সেরা ভিডিও নিয়ে একটি টিভি প্রোগ্রামে কুইজে অংশ নিয়ে বিজয়ী তিনজন দর্শককে পুরস্কার হিসেবে স্মার্টফোন দেওয়া হয়। এই ক্যাম্পেইন আয়োজনের মধ্যে রয়েছে মিডিয়াকম লিমিটেড, সহযোগী আয়োজক হিসেবে ছবিয়াল, আমরাই বাংলাদেশ ও গ্রিনবি কমিউনিকেশন্স। বিস্তারিত জানা যাবে www.bhalobasharbangladesh.com ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসকেবি/আরআর