রোববার (১১ নভেম্বর) বিকেলে শিবচরের উমেদপুর ইউনিয়নের যোগদাহের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়।
জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের যোগদাহের মাঠ মোহনপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসময় মনির মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, শহিদুল, কবির, দেলোয়ার, হালেম, হুমায়ুন, মোতালেব ও আজাহার মাতুব্বরের ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
শিবচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মোর্তুজা ফকির বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
আরএ