ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কসবা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
কসবা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার কাজিয়াতলি সীমান্ত এলাকা থেকে আটকের পর বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

আটকরা হলেন- চিত্ত দাস (৪০), সমুন দাস (৫২), সুষমিতা দাস (১৯), গোপাল জলদাস (৪০), মৃদুল দাশ (৫৫), রূপালী দাস (৪০), শ্রীকান্ত দাস (১৮), প্রশান্ত দাস (২০), কিশান্ত দাস (১৯), রণী গোপাল দাস (৪৮), তাহের মিয়া (৫২), মো. ইব্রাহিম (২৭) ও মো. রোমান (২০)।

তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে।

বিজিবি সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই ১৩ জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে বুধবার রাতে কাজিয়াতলি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের টহলরত স্থানীয় গোষাইস্থল বর্ডার আউটপোস্টের (বিজিবি) সদস্যরা আটক করেন।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।